Pages

Wednesday, January 25, 2012

ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে সেট করুন যে কোন ছবি

আজ আপনাদের শিখাবো কিভাবে আপনার যে কোন ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে যে কোন ছবি সেট করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- ১। প্রথমে আপনার কম্পিউটারের নোটপ্যাড চালু করুন।
২। এবার নিচের কোডগুলো হুবহু লিখুন।

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
ICONAREA_IMAGE=AMIPIC.JPG
ICONAREA_TEXT=0X00800090
৩। এবার লেখাটিকে Desktop.ini নামে সেভ করুন (ঐ ফোল্ডারটির ভিতর যেটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছেন।)
কোডটির ২য় লাইনে AMIPIC.JPG এর জায়গায় আপনার ছবিটির নাম (এক্সটেনশনসহ) দিয়ে দিন।
৪। ফাইলটির সাথে মূল ছবি যেটি আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছেন সেটিও একই জায়গায় পেস্ট করুন।
অর্থাৎ মূল কথা হচ্ছে Desktop.ini ও নির্দিষ্ট ছবিটি একই জায়গায় অর্থাৎ ফোল্ডারের রুটে থাকতে হবে। এবার ফোল্ডারটি রিফ্রেশ করুন এবং দেখুন আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গিয়েছে।

0 comments:

Post a Comment

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.