Pages

Saturday, October 12, 2013

মুক্তিযুদ্ধের চিঠি , এক্সক্লুসিভ।

Saturday, January 19, 2013

সব চেয়ে সহজ উপায়ে Google Play এর application ডাউনলোড করুন পিসি তে

আসসালামুয়ালাইকুম :)
সালাম সবাইকে :)
সবাই ভালো আছেন আশা করি।
এন্ড্রোয়েড ব্যবহারকারীদের একটা বড় প্রতিবন্ধকতা হলো, Google Play থেকে কোনো এ্যাপ্লিকেশন ডাউনলোড করা জায় না। ডিরেক্ট ইন্সটল করতে হয়।
এতে নিজের পছন্দের সব কিছু অন্যদের সাথে শেয়ার করা জায় না।
তাছাড়া এন্ড্রোয়েড ফোনে ছোট খাটো ইন্টারনেট প্যাকেজ ২ মিনিটেই শেষ হয়ে যায়। প্রয়োজনীয় সব এ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগেই ডিস্কানেক্টেড হয়ে যেতে হয়। আর সব সময় মোবাইলে আলাদা ভাবে বড় প্যাকেজ চালানো সম্ভব হয় না।আজকে থেকে এই সমস্যার দিন শেষ :P
আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে Google Play এর application গুলা আপনার পিসি তে ডাউনলোড করা যাবে।



স্টেপঃ ১
প্রথমে APK Downloader ডাউনলোড করে নিন।
এখান থেকে।
 

স্টেপঃ ২
ডাউনলোড হওয়ার পর WinRAR এর সাহায্যে ওপেন করুন। এরকম দেখাবে।


স্টেপঃ ৩
এবার Real APK Leecher.exe ফাইল টি ওপেন করুন। এরকম দেখাবে।


স্টেপঃ ৪
এখানে আপনার ফোনের Android Market এ লগিন করার ই মেইল আইডি আর পাসয়ার্ড দিন।
এবং আপনার Device ID দিন।


স্টেপঃ ৫
Device ID বের করার জন্য দুটি পদ্ধতি আছে।
পদ্ধতি ১: ডায়াল প্যাড ওপেন করুন আর টাইপ করুন *#*#8255#*#*
সাথে সাথে আপনার ডিভাইস আইডি দেখা যাবে।
পদ্ধতি ২: Device ID নামের এই এ্যাপ্লিকেশন টা ইন্সটল করে নিন।
ডাউনলোড করুন এখান থেকে।


 স্টেপঃ ৬
Number of records to show: 30 সেট করে দিন।
এবং Choose default folder to save downloaded apps: এর Browse অপশন থেকে আপনার ডাউনলোড এর ডিরেক্টরি দেখিয়ে দিন।


স্টেপঃ ৭
এবার Save এ ক্লিক করুন। তাহলে এরকম দেখাবে


স্টেপঃ ৮
উপরের দেখানো জায়গায় আপনার পছন্দের application এর নাম লিখে Enter বাটনে চাপ দিন।
তাহলে এরকম দেখাবে। এখানে আমি Racing দিয়ে সার্চ দিয়েছি।
ডাউনলোড করার জন্য যে কোন একটি application কে সিলেক্ট করে মাউস এর Right বাটন ক্লিক করতে হবে। সেখানে Download App এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে

Sunday, January 13, 2013

পিসি থেকে সরাসরি নামান Android apps, ফোন থেকে ব্রাউজ করা লাগবেনা।

  • Ø ১। প্রথমে আপনার ফোনটিতে ইন্টারনেট চালু করুন।
  • Ø ২। আপনার যে Gmail account টি রয়েছে সেটিতে আপনার ফোন থেকে Login করুন।
  • Ø ৩। এরপর আর Sing out করবেন না। এই ভাবেই নেট থেকে বের হয়ে যান। কিন্তু মনে রাখতে হবে কোন ভাবেই যেন sign out না হয়।
  • Ø ৪। Login করার ফলে আপনার ফোনের কনফিগারেশন ও আপনার সিম কম্পানির নাম gmail –এর মাধ্যমে সেভ হয়ে গেল।
  • Ø ৫। এবার আপনার পিসি তে গিয়ে বসুন এবং Google থেকে আবার gmail –এ login করুন।
  • Ø ৬। এবার Play store এ গিয়ে আপনার যে app খুশি খুজে বের করুন।
  • Ø ৭। Apps –এর পেজ খুলে গেলে দেখবেন Install লেখা এসেছে। সেখানে ক্লিক করুন। এরপর সাধারণ নিয়মেই সব কিছু করুন।
  • Ø ৮। খেয়াল করে দেখুন আপনার ফোনের মডেল নাম্বার ও সিমের নাম দেখাচ্ছে। Install এ ক্লিক করুন।
  • Ø ৯। ‘This application will be installed to your devise within short times” এরকম একটি মেসেজ আসবে। OK  করুন।
  • Ø ১০। এবার আপনার ফোনের দিকে তাকিয়ে দেখুন নটিফিকেশন এসেছে এবং app টি ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড শেষ হলে নিজেই ইন্সটল হয়ে যাবে।

কেন এভাবে করবেনঃ       
১। এতে আপনার ইন্টারনেট প্যাকেজের ডাটা বাচবে অনেক, কারন আপনি ফোন দিয়ে ব্রাউজ করেননি।
তবে Symphony ও Micromax এ অনেক সময় কাজ করেনা।

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.