Pages

Wednesday, February 29, 2012

ডাউনলোড ম্যানেজার দিয়েই ডাউনলোড করুন যেকোন টরেন্ট ফাইল (আপডেটেড :: A to Z ডিটেইল্ড)

কিছুদিন আগে বেশিরভাগ বাংলা টেকি ব্লগে zbigz.com নিয়ে বিশাল মাতামাতি হয়েছিল। অনেকেই ডাউনলোড করতে পেরেছেন আবার অনেকে পারেন নি। আজ আমি আপনাদের সেটা দিয়েই অব্যর্থ এক পদ্ধতির কথা ছবিসহ এবং বিস্তারিত বলার চেষ্টা করব। কাজ হবেই, যারা ভুয়া মনে করছেন তারাও একবার হলেও দেখুন
সার্বিক সহযোগিতা করেছেন: সবুজের অভিযান

যা যা লাগবে:

  • ১। ফায়ারফক্স ওয়েব ব্রাউজার
    ২। ফায়ারফক্স অ্যাড-অন নাম হল FoxyProxy
    ৩। ডাউনলোড ম্যানেজার (IDM অথবা অন্য যেকোন ডাউনলোড ম্যানেজার) (Optional)

যেভাবে করবেন:

অ্যাড-অন ইন্সটলেশন:

  • :arrow: প্রথমে ফায়ারফক্স ডাউনলোড করে নিন: (যাদের আছে তারা ডাউনলোড করবেন না)
  • :arrow: ফায়ারফক্স স্টার্ট করুন:
 
 
  • :arrow: Add to firefox এ ক্লিক করুন:
 
  • :arrow: এবার Allow এ ক্লিকান:
 
  • :arrow: ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন:
 
  • :arrow: এবার Install Now এ ক্লিক করুন:
 
  • :arrow: এখন Restart বাটনে ক্লিক করুন:
 

Foxyproxy কনফিগারেশন (কাজের উপযোগি করে তোলা):

  • :arrow: এবার দেখবেন আইপি অ্যাড্রেসের লিস্ট এসেছে:
  • :arrow: যেকোন একটি আইপি অ্যাড্রেস নিচের ছবির মত হাইলাইট করে রাইট ক্লিক করে Foxyproxy Standard>Set 12.34.56.78:8080 (যে আইপিটা হাইলাইট করেছেন সেটা) as a new host and port এ ক্লিক করুন:
 
  • :arrow: নতুন ছোট উইন্ডো ওপেন হবে সেটার Add new proxy তে ক্লিক করুন:
 
  • :arrow: আরেকটি উইন্ডো ওপেন হলে জেনারেল ট্যাবে ক্লিক করুন:
 
  • :arrow: আপনার প্রক্সির একটা নাম লিখে Ok বাটনে ক্লিক করুন:
 
  • :arrow: একটি সতর্কবার্তা আসবে, Ok দিন:
 
  • :arrow: নিচের মত উইন্ডো ওপেন হলে No দিন:
  • :arrow: এবার আপনি যদি উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাহলে Alt বাটনটি চাপুন, তারপর Tools>Foxyproxy Standard>Use proxy “আপনার প্রক্সি” তে ক্লিক করুন:
 
  • :arrow: এবার www.google.com এ গিয়ে দেখুন আপনার প্রক্সি কাজ করছে কিনা, যদি কাজ করে তাহলে গুগলকে ভিন্নভাবে দেখবেন (ভাষা পরিবর্তন):
 

যদি প্রক্সি কাজ না করে তাহলে যেভাবে প্রক্সি বদলাবেন:

  • :arrow: আপনার গুগল যদি এইরকম আসে কিংবা নিচের মত কথা আসে তাহলে বুঝতে হবে আপনার প্রক্সিটি কাজ করছে না:
 
 
  • :arrow: ফায়ারফক্সের টুলবারের নিচে শিয়ালের মত মাথা আছে, ওখানে ক্লিক করুন:
 
  • :arrow: নতুন উইন্ডো এলে সেটাতে আপনার সেট করা প্রক্সির উপর রাইট ক্লিক করুন তারপর Edit Selection এ ক্লিক করুন:
 
  • :arrow: নতুন উইন্ডো আসবে সেটার Proxy Details এ ক্লিক করুন:
 
  • :arrow: Host or IP address এবং port এর রাইটিং বারের সব নম্বর মুছে দিন:
 
  • :arrow: Host or IP address এ আপনার কপি করা আইপিটা বসিয়ে দিন, পোর্টে কিছু করতে হবে না ওটা অটোমেটিক আসবে:
  • :arrow: ok দিয়ে বেরিয়ে আসুন।
  • :arrow: সতর্কবার্তা আসলে সেটাও Ok দিন:
 
:arrow: এবার www.google.com এ ভিসিট করে দেখুন সেটা দেরিতে হলেও ওপেন হচ্ছে কীনা। ওপেন হলেই বুঝবেন আপনার এই প্রক্সি দিয়েই কাজ হবে।
দ্রষ্টব্য: কেউ যদি মনে করেন আগের প্রক্সি এডিট করবেন না তারা কিন্তু ঔ সাইটে গিয়ে আইপি কপি করে প্রথম দেখানো পদ্ধতির মত করে নতুন প্রক্সি তৈরী করতে পারেন। কোন সমস্যা হবে না।

ডাউনলোডের পদ্ধতি:

পদ্ধতি এক :: অ্যাকাউন্ট ছাড়া ডাউনলোড:

 
  • :arrow: এবার সার্চবারে আপনি যা খুঁজছেন তা লিখে Search এ ক্লিক করুন।
  • :arrow: এবার দেখুন আপনার দেওয়া কি-ওয়ার্ড ভিত্তিক একটি লিস্ট এসেছে।
  • :arrow: যেটা ডাউনলোড করতে চান সেটার উপর ক্লিক করুন:
 
  • :arrow: এবার একটি টরেন্টের উপর বিভিন্ন ধরণের সাইটের লিস্ট এসেছে, torrentdownloads.net এর লিঙ্কটাই বেস্ট অপশন, সেটার উপর ক্লিক করুন:
 
  • :arrow: নতুন একটি ট্যাব আসবে টরেন্ট সাইটটির, সেটাতে গিয়ে download torrent বাটনটির উপর রাইট ক্লিক করে Copy link location এ ক্লিক করুন:
 
  • :arrow: এবার www.zbigz.com এ যান এবং আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করুন (শুধু পেস্ট করুন এন্টার বা ঐ জাতীয় কিছু করবেন না):
 
  • :arrow: এখন আপনি যদি উইন্ডোজ ৭ ব্যবহার করে থাকেন তাহলে Alt বাটন চাপুন এবং Tools>Foxyproxy Standard> Use proxy “আপনার কনফিগার করা প্রক্সি”…… তে ক্লিক করুন:
 
  • :arrow: এখন Go free তে ক্লিক করুন:
 
  • :arrow: একটু অপেক্ষা করুন (ফাইলের সাইজ বেশি হলে অপেক্ষা বেশি করতে হবে):
 
  • :arrow: সম্পূর্ণ ফাইল আপলোড হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন:
 
  • :arrow: আপলোডিং হয়ে গেলে নিচের কথাটি আসবে, এবার আপনি Tools>Foxyproxy Standard> Completely disable foxyproxy তে ক্লিক করুন:
 
  • :arrow: এবার ডাউনলোড আইকনে ক্লিক করুন।
  • :arrow: টাকা পয়সা না দিতে চাইলে Free তে ক্লিকান:
 
  • :arrow: আর্কাইভ তৈরী হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন:
 
  • :arrow: এখন অটোমেটিক আপনার ডাউনলোড ম্যানেজার হাজির হবে ডাউনলোডের জন্য, দেরি না করে Start download দিন:
 
  • :arrow: ডাউনলোড হতে থাকুক:
 

পদ্ধতি দুই :: অ্যাকাউন্ট করে ডাউনলোড:

  •  :arrow: zbigz.com এ গিয়ে Sign up এ ক্লিক করুন:
 
  • :arrow: আপনার মেইল আইডি, পাসওয়ার্ড বসিয়ে, টিক দিয়ে Sign up এ ক্লিক করুন:
 
  • :arrow: ব্যাস্ হয়ে গেল আপনার অ্যাকাউন্ট। আপনি যখন খুশি উপরের নিয়ম অনুসরণ করে তাদের সাইটে ফাইল আপলোড করে রাখতে পারবেন এবং আপনার সুবিধামত সময়ে তা ডাউনলোড করে নিতে পারবেন:
 
এই পোস্ট এখানেই খতম, কারো কোন কিছু বুঝতে সমস্যা হলে জানাবেন। সবার সুবিধার্থে কিছু সতর্কতা এবং সজিপ্র।

সতর্কতা:

  • :arrow: মনে রাখবেন বিভিন্ন ফ্রি প্রক্সি মলওয়্যারযুক্ত হয় তাই আপনি এন্টি-ভাইরাস সর্বদা সচল রাখবেন এবং ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখবেন না
  • :arrow: ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখলে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করুন
  • :arrow: ফক্সিপ্রক্সি সবসময় চালু করে রাখার দরকার নাই, যখন দরকার তখন অন করবেন
  • :arrow: ক্র্যাকযুক্ত সফটওয়্যার টরেন্ট থেকে নামানোর পরে অবশ্যই অনলাইন স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.