Pages

Friday, January 20, 2012

মাইক্রো ওয়ার্কাস – ছোট কাজে বড় টাকা

আপনি কি ছোট-খাটো কোন কাজ করে অনেক কম সময়ে বিনা পুঁজিতে ঘরে বসেই টাকা উপার্জন করতে চান? তাহলে এই পোষ্টটি আপনার কাজে লাগবে।
সাইন আপ, ব্লগ লেখা, কোন পোষ্ট লাইক করা, ফোরাম বা ব্লগে কমেন্ট করা, সাইট ভিসিট, পোষ্ট রেটিং, ভোটিং, ডাউনলোড এর মত ছোট কাজ করতে হয় বলেই এর নাম দেয়া হয়েছে মাইক্রো জব। আর এসব কাজ আমরা করেই থাকি। কিন্তু বাড়তি কিছু টাকা যদি পাওয়া যায় তাহলে কি খুব একটা খারাপ হবে?

তাহলে করে ফেলুন এখনি সাইন আপ আর সাথে সাথেই পেয়ে যাবেন ১ ডলার। সাইট লিঙ্ক


কেন মাইক্রো ওয়ার্কাসে জয়েন করবেন?
  • আপনি নিজেই আপনার কাজ পছন্দ করে নিতে পারবেন।
  • জয়েন করলেই ১ ডলার বোনাস।
  • প্রতটি সফল রেফালের জন্য ১ ডলার পাবেন।
  • কাজের ধরন হিসেবে ০.১০ ডলার থেকে শুরু করে ৪ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
  • মানি বুকার, পেপাল অথবা এলার্ট পে-তে টাকা তুলতে পারবেন।
  • কমপক্ষে ৯ ডলার হলেই টাকা তুলতে পারবেন।
  • যেকোন ধরনের প্রতারনা থেকে রক্ষার জন্য আপনাকে আলাদা পিন নাম্বার দেয়া হবে।


মাইক্রো ওয়ার্কাসে সাইন আপ করার সাথে সাথেই আপনি কাজ শুরু করতে পারেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ বেছে নিতে পারেন বিধায় আপনি কাজ করেও স্বাচ্ছন্দ বোধ করবেন।

  • কোন ব্লগ বা ফোরামে কোন পণ্যের প্রশংসা করা।
  • টুইটারে কাউকে ফলো করা।
  • কোন পণ্য নিয়ে ব্লগ লেখা।
  • ফেইসবুক গ্রুপ বা পেজে জয়েন করা।
  • কাউকে ফেইসবুক, মাইস্পেস বা যেকোন সোশাল সাইটে বন্ধুর তালিকায় যোগ করা।
  • কমেন্ট করা।
  • কোন আর্টিকেলে রেটিং করা।
  • কোন সাইটে সাইন আপ করা।  
  • এপ্লিকেশন ডাউনলোড করা।
  • সাইট ভিসিট করা।
  • ভোটিং করা।

আপনি যদি আপনার উপার্জন বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার নিজের একটি ওয়েবসাইট থাকতে হবে। আর সাইট হতে হবে ইংরেজীতে এবং যার ডোমেইন হতে হবে কাস্টম।

Sign up fo Micro Workers 

0 comments:

Post a Comment

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.