আইডিএম
এর গুরুত্ব প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারীই বোঝে। কারণ এটা দিয়ে প্রায়
সকল প্রকার ফাইল ডাউনলোড করা যায়। আর ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য সেরা
সফটওয়্যার এটি। কিন্তু অনেকেই জানেন না যে আইডিএম এ কোন অডিও/ভিডিও ফাইল
ডাউনলোড করার সময় একটি চালিয়ে দেখা যায়। জানতে চান কিভাবে? নিচের ধাপগুলো
অনুসরণ করুনঃ
১. প্রথমে IDM দিয়ে যেকোনো ফাইল ( Video / Mp3 ) ডাউনলোড দিন।
২. IDM ওপেন করুন এবং Options এ ক্লিক করুন
৩. এবার Save To ট্যাব এ যান।
৫. My Computer ওপেন করে উপরে Windows Explorer address bar এ Path ( Text) টি পেস্ট করে Enter চাপুন।
0 comments:
Post a Comment