Pages

Thursday, March 1, 2012

ভিডিও এডিটিং এর জন্য Video Edit Magic নামের ছোট সফট।

আপনাদের জন্য নিয়ে এলাম ভিডিও এডিটিং এর জন্য দারুন এক সফট। যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য অবশ্যই সুখবর, আর নতুন দের জন্য বিশাল খবর। কেন বলছি এ কথা। ইউলিড ভিডিও স্টুডিও তে কাজ করতে ভয় পান তাদের জন্য। আপনি এই কাজটি খুব ছোট একটি সফট এর সাহায্যে করে ফেলতে পারেন Video Edit Magic 4.4 এই সফট দিয়ে। সাইজ মাত্র ১৩.৭ মেগাবাইট। এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে Video Edit Magic 4.4 ডেস্কটপ আইকনে ডাবল ক্লিক করেই আপনি ভিডিও এডিটিং এর কাজ শুরু করে দিতে পারেন। এখানে আপনি ইউলিড ভিডিও স্টুডিও র মত টেক্সট, বিভিন্ন ইফেক্টস, ট্রাঞ্জিশন সহ আলাদা ভাবে অডিও ইফেক্ট দিতে পারেন ও ভয়েস রেকর্ড করে নিতে পারেন, কেটে ছোট করে নিতে পারেন, ইত্যাদি। 
সব শেষে Make Movie তে ক্লিক WMV ফাইল হিসেবে রূপান্তর করার জন্য ক্লিক দিয়ে আপনার এডিট করা ভিডিও কে সেভ করে নিন। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

0 comments:

Post a Comment

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.