Pages

Thursday, March 1, 2012

ভার্সিটি, কলেজের ল্যাবের ব্লক করা সাইট ভিজিট করুন এবং নিজের পিসিতেও পছন্দের সাইট ব্লক করে রাখুন

অনেক সময় বাচ্চাদের হাতে যেন বাজে কোন সাইট না পরে সে জন্য এ কাজটা আমরা করতে পারি। এদানিং বিভিন্ন ভার্সিটির ল্যাব, লাইব্রেরি ইত্যাদি জায়গায় ফেসবুক বা অন্য অনেক সাইট ব্লক করে রাখা হয়।

এছারাও অফিসিয়াল কাজে এমন করা হয়ে থাকে; বা আপনি যদি মনে করেন কোন সাইট ভুলেও আপনার পিসিতে ব্রাউস করলে ভাইরাস ঢুকতে পারে তাহলে এই কাজটা ১ মিনিটেই করে নিতে পারেন।

একিই ভাবে অফিসে বা কলেজে এভাবে ব্লক থাকা সাইট আপনে ব্রাউস করতে পারবেন। আরো মজার কথা হলো ইউসার টের ও পাবে না যে আসলে এই সাইট টি এডমিনিস্ট্রেটর ব্লক করে রেখেছে।

যেভাবে কাজটি করবেনঃ

ক) Notepad open করুন।

খ) File থেকে Open এ ক্লিক করুন।

গ) নিচে Files of type থেকে All files সিলেক্ট করুন

ঘ) এবার এই ঠিকানায় যান, C:\WINDOWS\system32\drivers\etc

ঙ) এবার HOSTS ফাইলটা অপেন করুন।

চ) নিচে দেখুন একটা লাইন আছে এমন “127.0.0.1 localhost” এটার নিচে লিখুন
127.0.0.2 www.google.com এখন সেভ করুন।

(এটা করলে তাহলে গুগল সাইট টি ব্লক হয়ে যাবে)
ছ) যদি আপনি অনেক গুলো সাইট ব্লক করতে চান তাহলে একটার পর একটা লাইন লিখুন নিচে, একই ভাবে;
শুধু 127.0.0.1 এর যায়গায় 127.0.0.2 দিন যদি আরেকটা করতে চান তাহলে 127.0.0.3 আরেকটা চাইলে 127.0.0.4 দিন সাথে যেই সাইট ব্লক করতে চান সেটার নাম। যেমন

127.0.0.3 www.yahoo.com
127.0.0.4 www.wikipedia.org
127.0.0.5 www.prothom-alo.com

জ) আনব্লক করতে চাইলে 127.0.0.2 www.google.com মুছে দিন (অর্থাৎ আপনে যেটা ব্লক করেছেন সেই লাইনটা মুছে দিন)


► ভার্সিটি বা কলেজের ল্যাবে কোন সাইট ব্লক করা থাকলে যা করবেনঃ

ভার্সিটি বা কলেজের ল্যাবে কোন সাইট ব্লক করা থাকলে; উপরের নিয়মে যাবেন, তারপর আনব্লক করতে চাইলে 127.0.0.2 www.facebook.com মুছে দিন (অর্থাৎ ল্যাবে যেটা ব্লক করেছে সেই লাইনটা মুছে দিন)


[ টিপস টি নতুন এবং উপকারী মনে হলে পোস্টটিতে লাইক দিয়ে যাবেন ]

[ এখন ব্যস্ত থাকলে পরবর্তীতে কাজে লাগানোর জন্য পোস্টটি শেয়ার/ট্যাগ করে আপনার ওয়াল এ রেখে দিন ]

[ ভার্সিটি, কলেজের ল্যাবে টিপস টি কাজে লাগাতে পোস্টটি কপি করে পেনড্রাইভ এ রেখে দিতে পারেন ]


0 comments:

Post a Comment

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.