Pages

Thursday, March 1, 2012

ছবিকে জোড়া লাগিয়ে ২ মিনিটেই একটি পোষ্টার তৈরি

একটি ছোট ছবিকে এই সফটওয়্যারটির মাধ্যমে কেটে টুকরো টুকরো করে পরে তা এক একটি পার্ট প্রিন্ট করার পরে জোড়া লাগিয়ে পোষ্টার সাইজ ছবি বানাতে পারবেন। উল্লেখ্য বাজারে আপনারা যে সকল পোষ্টার আকারের সিনেমার ছবি/ক্যালেন্ডার দেখেন তা মুলত প্রথমে এই সকল সফট ওয়্যারের সাহায্য পার্ট পার্ট করে প্রিন্ট বাহির করা হয়। অতপর জোড়া লাগিয়ে প্রেস কারখানা থেকে তা বড় আকারে প্রিন্টে রুপ দেওয়া হয়।
সফটওয়্যারটি ইনষ্টলের প্রয়োজন নাই । অমি এখানে পোর্টএবল ভার্সন করে দিয়েছি। তাই মাউস পয়েন্টার দ্বারা এক ক্লিক করলেই ওপেন হবে। এর ইন্টারফেসটি নিম্নরুপ-
১। এখানে যে ছবিটি নিয়ে কাজ করবেন তাহা মাউস পয়েন্টার দ্বারা ড্রাগ করে নিলেই হবে কিংবা Open এ-ক্লিক করলেই হবে। ছবিটি নিয়ে কি আকারে/পরিমাপে কাজ করবেন তাহা দেখাতে Settings ক্লিক করে তা ঠিক করে দিতে হবে।

এখানে যেমন- সেন্টিমিটার হলে-CM, ইঞ্চি হলে-ICH, পোষ্টার আকার হলে-PT ইত্যাদি সিলেক্ট করে দিতে হবে।
২। এরপর Next করুন। এবং নিম্নের চিত্রের উপর যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করুন। তারপার আবার ও Next করুন।
৩। আবারো নতুন উইন্ডো আসবে। ।এখানে বর্ডারে Over lapping Size নির্ধারন করে দিতে পারেন। না দিলেও হবে। এরপর Next করুন।

৪। এখানে Size in Page এ- প্রস্থ ও উচ্চতা হিসাবে কতটি পৃষ্ঠাতে কাজটি করতে চান তা উল্লেখ করতে হবে। না দিলেও সমস্যা নাই। Default হিসাবে শো করবে। এরপর Next করুন।

৫। এরপর ছবিটি সেইভ করতে Save the Poster বাটনে ক্লিক করুন। একটি নাম দিন ও কোথায় সেইভ করবেন তা দেখিয়ে দিন।
পরামর্শ -(এখানে ছবিটি PDF ফরম্যাটে সেইভ হবে। তাই উক্ত ছবিটি ওপেন করতে হলে অবশ্যই আপনার পিসিতে PDF ওপেন করার সফট ওয়্যার যেমন- Foxit Reader, Adobe reader ইত্যাদি থাকতে হবে।)
৬। পরিশেষে কাজটি কেমন হল তা নিজেই যাচাই করুন। এখানে যেমন আমি যে ছবিটি নিয়ে কাজ করেছি তার কিছু নমূনা চিত্র দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন-
কি দেখতে পারছেন? ছবিটি চারটিভাগে দ্বিখন্ডিত করেছে। এই গুলো প্রিন্ট করে জোড়া দিলেই একদম পূর্বের মত পূর্ণাঙ্গ ছবির রুপ পাবে।

তাহলে পিসি হেল্পলাইন বন্ধুরা অআর দেরী কেন? এবার পোষ্টার ছবি বানাতে নিজেই লেগে পড়ুন। ভাল ভাল সব পোষ্টার ছবি বানিয়ে আপনার বন্ধু মহলকে চমকে দিন।
সফটওয়্যার ডাউনলোড করতে আমার দেওয়া লিংক হতে এখানে ক্লিক করুন-



0 comments:

Post a Comment

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.