![](http://www.pchelplinebd.com/wp-content/uploads/2012/01/AMD-Gif-31.gif)
সফটওয়্যারটি ইনষ্টলের প্রয়োজন নাই । অমি এখানে পোর্টএবল ভার্সন করে দিয়েছি। তাই মাউস পয়েন্টার দ্বারা এক ক্লিক করলেই ওপেন হবে। এর ইন্টারফেসটি নিম্নরুপ-
১। এখানে যে ছবিটি নিয়ে কাজ করবেন তাহা মাউস পয়েন্টার দ্বারা ড্রাগ করে নিলেই হবে কিংবা Open এ-ক্লিক করলেই হবে। ছবিটি নিয়ে কি আকারে/পরিমাপে কাজ করবেন তাহা দেখাতে Settings ক্লিক করে তা ঠিক করে দিতে হবে।
![](http://www.pchelplinebd.com/wp-content/uploads/2012/01/ScreenShot0081.jpg)
এখানে যেমন- সেন্টিমিটার হলে-CM, ইঞ্চি হলে-ICH, পোষ্টার আকার হলে-PT ইত্যাদি সিলেক্ট করে দিতে হবে।
২। এরপর Next করুন। এবং নিম্নের চিত্রের উপর যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করুন। তারপার আবার ও Next করুন।
![](http://www.pchelplinebd.com/wp-content/uploads/2012/01/ScreenShot0121.jpg)
![](http://www.pchelplinebd.com/wp-content/uploads/2012/01/ScreenShot0141.jpg)
৪। এখানে Size in Page এ- প্রস্থ ও উচ্চতা হিসাবে কতটি পৃষ্ঠাতে কাজটি করতে চান তা উল্লেখ করতে হবে। না দিলেও সমস্যা নাই। Default হিসাবে শো করবে। এরপর Next করুন।
![](http://www.pchelplinebd.com/wp-content/uploads/2012/01/ScreenShot0152.jpg)
৫। এরপর ছবিটি সেইভ করতে Save the Poster বাটনে ক্লিক করুন। একটি নাম দিন ও কোথায় সেইভ করবেন তা দেখিয়ে দিন।
পরামর্শ -(এখানে ছবিটি PDF ফরম্যাটে সেইভ হবে। তাই উক্ত ছবিটি ওপেন করতে হলে অবশ্যই আপনার পিসিতে PDF ওপেন করার সফট ওয়্যার যেমন- Foxit Reader, Adobe reader ইত্যাদি থাকতে হবে।)
![](http://www.pchelplinebd.com/wp-content/uploads/2012/01/ScreenShot026.jpg)
![](http://www.pchelplinebd.com/wp-content/uploads/2012/01/ScreenShot021.jpg)
![](http://www.pchelplinebd.com/wp-content/uploads/2012/01/564883-1024x768-AUTO-AMD-ATI1.bmp)
তাহলে পিসি হেল্পলাইন বন্ধুরা অআর দেরী কেন? এবার পোষ্টার ছবি বানাতে নিজেই লেগে পড়ুন। ভাল ভাল সব পোষ্টার ছবি বানিয়ে আপনার বন্ধু মহলকে চমকে দিন।
0 comments:
Post a Comment