প্রথমে
ভিএলসি (VLC) প্লেয়ারটি রান করুন। এবং এটির মিডিয়া (Media) মেনু থেকে
ওপেন কেপচার ডিভাইস (Open Capture Device) এ ক্লিক করুন। অথবা আপনি মেনু
থেকে Converter / Save (Cont + R) এ ক্লিক করে Capture Device অপশনে যেতে
পারে
এখন
আপনি ওপেন মিডিয়া (Open Media) নামে একটা ডায়ালবক্স পাবেন, যেখানে আপনি
ভিডিও ডিভাইস (ওয়েবক্যাম, ইন্টেগ্রেটেড ওয়েবক্যাম প্রভৃতি) ছাড়াও অডিও
ডিভাইস (মাইক্রোফোন, লাইনইন ইত্যাদি) সিলেক্ট করে দিতে পারবেন।
প্রথমে ই ভিডিও ডিভাইসটি সিলেক্ট করার জন্য ডিফল্ট (Default) এ ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে আপনার ডিভাইস টি সিলেক্ট করে নেন... এখানে আমি উদাহরণ স্বরুপ ইন্টেগ্রেটেড ওয়েবক্যাম টা ব্যাবহার করলাম।
একি ভাবে ভিডিও ডিভাইস এর মতো করেই অডিও ডিভাইস টা ও সিলেক্ট করে দিন।
আপনি চাইলে কনফিগার (Configure) বাটনে ক্লিক করে বিভিন্ন কনফিগার আপনার মন মত করে নিতে পারেন যেমন Brightness, Contrast, Hue, Saturation প্রভৃতি, এখন এপ্লাই দিয়ে ওকে করেন।
এছারাও আপনি যদি চান তবে কেমেরা কন্ট্রল (Camera Control) এ ক্লিক করে আরও অন্যান্য সেটিংস গুলোও যেমন জুম বা ফোকাস ইত্যাদি ব্যাপার গুলো সেট করে নেন এবং এপ্লাই দিয়ে ওকে করেন।
আবার পুনরায় ওপেন মিডিয়া (Open Media) ডায়ালবক্সে ফিরে আসুন, দেখুন নিচের দিকে প্লে (play) অপশন আছে ওখানে ড্রপ ডাউন মেনু থেকে কনভার্ট (Convert) এ ক্লিক করুন।
এখন কনভার্ট (Convert) ডায়ালবক্স টা চলে আসবে এখানে Destination file এর জাগায় Browse বাটনে ক্লিক করে আপনার ভিডিও ফাইল টি কোথায় সেভ হবে সেই লোকেশনটা সিলেক্ট করে দিয়ে প্রফাইলে আপনার ভিডিও টার ফরমেট টাও সিলেক্ট করে দিন আর নিচের দিকে Dump Raw Input এর স্থানে ক্লিক করে দিন এবং উপরেরে কাজ শেষ হলে এখন Start বাটনে ক্লিক করুন।
আমি এখানে দেখানোর জন্য .mp4 format টা নিয়েছি।
এবং এখন VLC আপনার ওয়েবক্যামটা কে ব্যাবহার করে ভিডিও করা শুরু করবে, ভিডিও করা শেষ হলে নিচের দিকে Stop বাটনে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। আপনার সিলেক্ট করা নির্দিস্ট ফোল্ডার সেভ হয়ে গেলো আপনার ভিডিও টি। এখন ভিএলসি (VLC) প্লেয়ারের মাধ্যমে আপনি যখন খুশি দেখতে পারেন আপনার ভিডিও টি।
প্রথমে ই ভিডিও ডিভাইসটি সিলেক্ট করার জন্য ডিফল্ট (Default) এ ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে আপনার ডিভাইস টি সিলেক্ট করে নেন... এখানে আমি উদাহরণ স্বরুপ ইন্টেগ্রেটেড ওয়েবক্যাম টা ব্যাবহার করলাম।
একি ভাবে ভিডিও ডিভাইস এর মতো করেই অডিও ডিভাইস টা ও সিলেক্ট করে দিন।
আপনি চাইলে কনফিগার (Configure) বাটনে ক্লিক করে বিভিন্ন কনফিগার আপনার মন মত করে নিতে পারেন যেমন Brightness, Contrast, Hue, Saturation প্রভৃতি, এখন এপ্লাই দিয়ে ওকে করেন।
এছারাও আপনি যদি চান তবে কেমেরা কন্ট্রল (Camera Control) এ ক্লিক করে আরও অন্যান্য সেটিংস গুলোও যেমন জুম বা ফোকাস ইত্যাদি ব্যাপার গুলো সেট করে নেন এবং এপ্লাই দিয়ে ওকে করেন।
আবার পুনরায় ওপেন মিডিয়া (Open Media) ডায়ালবক্সে ফিরে আসুন, দেখুন নিচের দিকে প্লে (play) অপশন আছে ওখানে ড্রপ ডাউন মেনু থেকে কনভার্ট (Convert) এ ক্লিক করুন।
এখন কনভার্ট (Convert) ডায়ালবক্স টা চলে আসবে এখানে Destination file এর জাগায় Browse বাটনে ক্লিক করে আপনার ভিডিও ফাইল টি কোথায় সেভ হবে সেই লোকেশনটা সিলেক্ট করে দিয়ে প্রফাইলে আপনার ভিডিও টার ফরমেট টাও সিলেক্ট করে দিন আর নিচের দিকে Dump Raw Input এর স্থানে ক্লিক করে দিন এবং উপরেরে কাজ শেষ হলে এখন Start বাটনে ক্লিক করুন।
আমি এখানে দেখানোর জন্য .mp4 format টা নিয়েছি।
এবং এখন VLC আপনার ওয়েবক্যামটা কে ব্যাবহার করে ভিডিও করা শুরু করবে, ভিডিও করা শেষ হলে নিচের দিকে Stop বাটনে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। আপনার সিলেক্ট করা নির্দিস্ট ফোল্ডার সেভ হয়ে গেলো আপনার ভিডিও টি। এখন ভিএলসি (VLC) প্লেয়ারের মাধ্যমে আপনি যখন খুশি দেখতে পারেন আপনার ভিডিও টি।
0 comments:
Post a Comment