Pages

Tuesday, December 27, 2011

ফেসবুকের আগের ইন্টারফেস


বেশি কথাবার্তা না বলে আসুন দেখি কিভাবে টাইম লাইন রিমুভ করা যায়।
মজিলার জন্য

১।ফায়ারফক্স ওপেন করুন এবং টুল থেকে Add-ons অপশনটি সিলেক্ট করুন।


২।এবার নতুন একটা উইন্ডো আসবে । সেখানে সার্চবারে লিখুন User agent Switcher

এবার ইনস্টল করুন এডঅনসটি।

৩।এবার ফায়ারফক্স রিস্টার্ট মারেন। এখন যদি নেভিগেশন বারের বাম পাশে User agent Switcher এই এডঅনসের আইকন না দেখা যায় তাহলে customize থেকে ড্রাগ করে নেভিগেশন বারে নিয়ে আসুন।

৪। এবার আইকন এ ক্লিক করে Internet Explorer 7 সিলেক্ট করুন।

কাজ শেষ । এবার ফেসবুকে লগইন করে দেখেন। ;)
__________________________________________________

গুগল ক্রোম :
১। chrome icon এর ডান বাটন ক্লিক করে Properties. সিলেক্ট করুন।


২। এবার shortcut tab থেকে Target box টি খুজে বের করুন। সেখানে কোড লিখুন
--user-agent="Mozilla/4.0 (compatible; MSIE 7.0; Windows NT 6.0)" ( উইন্ডোস ৭ এর জন্য)


--user-agent="Mozilla/4.0 (compatible; MSIE 7.0; Windows NT 5.1)" (এক্সপির জন্য)


** কোড টি অবশ্যই ‘chrome.exe এর পরে স্পেস দিয়ে লিখবেন ।

এবার এপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করুন। তার পর ফেসবুকে লগইন করুন। B-)

0 comments:

Post a Comment

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.