কীভাবে MS Word এর সাহায্যে Bookmark সম্পন্ন PDF ফাইল তৈরি করতে হয়। যারা PDF ফরম্যাটে অধ্যায়ভিত্তিক বই তৈরি করতে চান তাদের জন্য এ টিউন উপকারে আসবে আশা করি।
- প্রথমে আপনার কাঙ্ক্ষিত Word ফাইলটি Open করুন এবং এক এক করে শিরোনামগুলো সিলেক্ট করে Heading 1 সিলেক্ট করুন অথবা Ctrl+Alt+1 প্রেস করুন।
- যদি কোনো উপশিরোনাম থাকে তাহলে যথাক্রমে Heading 2 ( Ctrl+Alt+2 ) এবং Heading 3 (Ctrl+Alt+3 ) সিলেক্ট করুন।
- শিরোনাম ও উপশিরোনামগুলোকে ভালোমত বুঝানোর জন্য Change Style অপশনটি ব্যবহার করতে পারেন। এ ব্যাপারে আমি বিস্তারিত বললাম না, আপনারা সহজেই বুঝবেন।
- যদি সূচিপত্র দিতে চান তাহলে Word ফাইলটির একেবারে শুরুতে মাউস রাখুন এবং References ট্যাব থেকে Table of Contents অপশনটির মাধ্যমে সুচিপত্র যোগ করুন।
- এবার Word ফাইলটিকে PDF ফরম্যাটে Save করার পালা যা আমি পূর্বের postই দেখিয়েছি। শুধুমাত্র শেষ ধাপটি একটু ভিন্ন হবে। এ ক্ষেত্রে Publish as PDF or XPS উইন্ডোর Options… এ Create Bookmark using: অপশনটি Mark করে Publish করুন।
ব্যস, হয়ে গেল।
ধন্যবাদ।
0 comments:
Post a Comment