Pages

Friday, April 20, 2012

ছবিকে কার্টুন কিংবা ফানি ছবিতে রুপান্তর

আপনাকে এখান থেকে সফটটি ডাউনলোড করে নিতে হবে। দুটি ফাইল পাবেন। একটি cartoonmaker_setup.exe নামে অপরটি রেজিস্ট্রেশনের জন্য serial.txt। আপনাকে প্রথমে cartoonmaker_setup.exe ইন্সটল করে নিতে হবে, এরপর ইন্সটল শেষে Help মেনুতে ক্লিক করুন এবং রেজিস্টার এ ক্লিক করুন। রেজিস্টার করতে serial.txt ফাইল থেকে প্রথম বক্সে প্রথম আইডি টি কপি করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করুন ও ২য় বক্সে নিচের সিরিয়ালটি একি ভাবে কপি করে পেস্ট করুন,দেখুন সফটটি রেজিস্টার হয়ে গেছে। এখন আপনি যে ছবিটি ফানি কিংবা কার্টুন এর মত করতে চান তা ওপেন করে নিন, ঠিক নিচের চিত্রের মত আসবে।

পাশে থাকা টুল বার থেকে বিভিন্ন অপশন দেয়া আছে, নির্ধারণ করে কারসার দিয়ে ইচ্ছে মত এডিট করুন, এডিট শেষে নিচের চিত্রের মত পরিবর্তন দেখতে পাবেন

এবার ছবিটি সেভ করে নিন। কি বন্ধুরা ভাল লাগলো কি? ভাল লাগলে কমেন্ট করুন। ভাল থাকুন ও সুস্থ্য থাকুন।

0 comments:

Post a Comment

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.