আপনাকে প্রথমে এখান থেকে PhotoStage Slideshow Producer ডাউনলোড করে নিতে হবে। মাত্র 1.63 মেগাবাইট । ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করুন এবং ইন্সটল করুন পিসিতে। ইন্সটল করার সময় ডাউনলোড করা ফাইলটিতে Components নামের একটি ফাইল পাবেন তা কপি করে C ড্রাইভ এ Program Files ওপেন করে NCH Software নামের ফাইলটি ওপেন করে পেস্ট করুন এবং রিস্টার্ট দিন। তারপর ডেক্সটপ আইকন থেকে ডাবল ক্লিক করে ওপেন করুন PhotoStage Slideshow Producer নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি ছবির উজ্জ্বলতা কম বেশী, কেটে নেয়া, প্রতি ছবিতে আলাদা টেক্সট লিখতে পারেন এবং সব কিছু লেখার পর Apply করে Close করুন।
- যে সব ছবিকে ভিডিওতে রুপান্তর করবেন তা সিলেক্ট করুন।
- আপনি যে শব্দ কে বা গান কে সিলেক্ট করতে চান তা সিলেক্ট করে নিন।
- Manage color এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি ছবির উজ্জ্বলতা কম বেশী, কেটে নেয়া, প্রতি ছবিতে আলাদা টেক্সট লিখতে পারেন এবং সব কিছু লেখার পর Apply করে Close করুন।
- Builed Slideshow তে ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।
0 comments:
Post a Comment