Pages

Sunday, April 22, 2012

American Pie All Movie Brrip Collection

http://www.audvdtv.com/images/American-Pie.jpg
Info:
[FORMAT]:…………………..[ Matroska
[GENRE]:……………………[ Comedy | Romance
[RESOLUTION]:……………….[ 1280*720
[LANGUAGE ]:………………..[ English

Download Links

 American Pie (1999) BRRip
 American Pie 2 (2001) BRRip
 American Pie 3: Americam Wedding (2003) BRRip
 American Pie 4: Band Camp (2005) Brrip
 American Pie 5: Naked Miles (2006) Brrip
 American Pie 6: Beta House (2007) Brrip
 American Pie 7: The Book of Love (2009) BRrip
 American Reunion (2012) CAM

 Password                                   downloading4fun.com

Hate Story (2012) SCAM 600MB

http://south-songs.in/wp-content/uploads/2012/04/hatestoryposter.jpg
Movie Info:
Director:………………..Vivek Agnihotri
Writers:…………………Vikram Bhatt, Rohit Malhotra (dialogue)
Stars:…………………….Paoli Dam, Gulshan Devaiah and Saurabh Dubey
Size:………………………595MB
Duration:……………….02:11:44
Video:…………………..608×256

Screen
http://www.medleynews.com/wp-content/uploads/2012/04/Hate-story-2012.jpg
http://img.youtube.com/vi/DgFwbWSlr9M/0.jpg

Download Link

ParT1
ParT2
ParT3
Password      downloading4fun.com

Amader Golpo (2012) Bangla Telefilm TVRip 100MB

Info:
Title:———————-> Amader Golpo
Stars:———————> Tahsan, Nafiza, Eshita, Iresh Zaker and Joya Ahsan
Director:—————–>Iftekhar Ahmed Fahmi
File Size:—————–>100MB

Download Links

Part1
Part2

Mediafire Password

downloading4fun.com

Friday, April 20, 2012

অফিস ফাইলের পাসওয়ার্ড রিকোভার করুন

Portable Office Password Recovery Toolbox
বহুদিন পর পোষ্ট করছি। হাতে সময় একেবারেই কম পাই। তাই বেশী কথাও বলার টাইম নাই। শুধু বলবো; যারা Microsoft Office প্রোগ্রামের পাসওয়ার্ড রিকোভারী করতে চান তাদের জন্য বলতে গেলে এটা একটা মহাউপহার। কারন এর সাইজ মাত্র 737 কে.বি তাও আবার পোর্টেবল ভার্সন। সেজন্য আপনাকে ইনষ্টল করার ঝামেলাও পোহাতে হবে না। কি মজা তাই না; হ্যা অনেক মজা- কারন এখন MS Word, Excel etc ফাইলে পাসওয়ার্ড দেওয়ার পর ভুলে গেলেও কোন চিন্তা নাই। হি হি হি
তারপরও অনেক কথা বলে ফেললাম। এবার কাজের কথায় আসি। এক ক্লিকেই ডাউনলোড করে ফেলুন কয়েক সেকেন্ডে।
প্রকৃত লিংক => http://www.mediafire.com/?k3h82aq1maht9ah
> ডাউনলোড শেষে টুলবক্সটি ওপেন করুন।

> ব্রাউজ বাটনে ক্লিক করে পাসওয়ার্ড প্রোটেক্টেট ফাইল সিলেক্ট করুন।
> এরপর Remove  বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন।

> ব্যাস; আগের ফাইলের কাছাকাছি দেখুন আরেকটি ফাইল চলে এসেছে একই নামে শুধু শেষে লেখা আছে Successful.

ছবিকে কার্টুন কিংবা ফানি ছবিতে রুপান্তর

আপনাকে এখান থেকে সফটটি ডাউনলোড করে নিতে হবে। দুটি ফাইল পাবেন। একটি cartoonmaker_setup.exe নামে অপরটি রেজিস্ট্রেশনের জন্য serial.txt। আপনাকে প্রথমে cartoonmaker_setup.exe ইন্সটল করে নিতে হবে, এরপর ইন্সটল শেষে Help মেনুতে ক্লিক করুন এবং রেজিস্টার এ ক্লিক করুন। রেজিস্টার করতে serial.txt ফাইল থেকে প্রথম বক্সে প্রথম আইডি টি কপি করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করুন ও ২য় বক্সে নিচের সিরিয়ালটি একি ভাবে কপি করে পেস্ট করুন,দেখুন সফটটি রেজিস্টার হয়ে গেছে। এখন আপনি যে ছবিটি ফানি কিংবা কার্টুন এর মত করতে চান তা ওপেন করে নিন, ঠিক নিচের চিত্রের মত আসবে।

পাশে থাকা টুল বার থেকে বিভিন্ন অপশন দেয়া আছে, নির্ধারণ করে কারসার দিয়ে ইচ্ছে মত এডিট করুন, এডিট শেষে নিচের চিত্রের মত পরিবর্তন দেখতে পাবেন

এবার ছবিটি সেভ করে নিন। কি বন্ধুরা ভাল লাগলো কি? ভাল লাগলে কমেন্ট করুন। ভাল থাকুন ও সুস্থ্য থাকুন।

ছবিকে করে ফেলুন ভিডিও চিত্র সঙ্গীতের মিশ্রনে

আপনাকে প্রথমে এখান থেকে PhotoStage Slideshow Producer ডাউনলোড করে নিতে হবে। মাত্র 1.63 মেগাবাইট । ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করুন এবং ইন্সটল করুন পিসিতে। ইন্সটল করার সময় ডাউনলোড করা ফাইলটিতে Components নামের একটি ফাইল পাবেন তা কপি করে C ড্রাইভ এ Program Files ওপেন করে NCH Software নামের ফাইলটি ওপেন করে পেস্ট করুন এবং রিস্টার্ট দিন। তারপর ডেক্সটপ আইকন থেকে ডাবল ক্লিক করে ওপেন করুন PhotoStage Slideshow Producer নিচের চিত্রের মত পাবেন।

  1. যে সব ছবিকে ভিডিওতে রুপান্তর করবেন তা সিলেক্ট করুন।
  2. আপনি যে শব্দ কে বা গান কে সিলেক্ট করতে চান তা সিলেক্ট করে নিন।
  3. Manage color এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।

এখানে আপনি ছবির উজ্জ্বলতা কম বেশী, কেটে নেয়া, প্রতি ছবিতে আলাদা টেক্সট লিখতে পারেন এবং সব কিছু লেখার পর Apply করে Close করুন।
  1. Builed Slideshow তে ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি পিসি, ডিভিডি, সিডি অথবা অন্য কোন মিডিয়া মাধ্যমে ভিডিও টি কনভার্ট করতে চাইলে তা সিলেক্ট করুন। আমি উইন্ডোজ পিসি সিলেক্ট করেছি। ব্রাউজ করে দেখিয়ে দিন কোথায় ফাইলটি রাখবেন। ছবির রেজুলেশন ফ্রেম রেট ঠিক করে নিন। কোন ফরম্যাটে ভিডিও করতে চান তা সিলেক্ট করুন।  এবারে সব কিছু ঠিক থাকলে Build Slideshow তে ক্লিক দিলে ভিডিওতে কনভার্ট করা শুরু করবে। কিছুক্ষন অপেক্ষা করুন, দেখুন আপনার ছবির প্রত্যাশিত ভিডিও টি যথা স্থানে সেভ হয়ে গেছে। এবার আপনি তা চালিয়ে দেখে নিতে পারেন। কেমন লাগলো সফট টি কমেন্ট করতে ভুলবেন না। এটি বাংলা নববর্ষের শুভেচ্ছা হিসেবে আপনাদের উপহার দিলাম।

ছবির সাইজ কমিয়ে ফেলুন (2 mb Software)

পোর্টেবল সফ্টওয়্যার এর আরেকটা চমক। মাত্র ২.৪৯ মেগাবাইটের একটি সফ্টওয়্যার; যা দিয়ে মাত্র তিনটি স্টেপের মাধ্যমে আপনার ফটোকে রিসাইজ করতে পারবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটা দিয়ে একটা দুটো নয় একসাথে অনেকগুলো ফটো সাইজ করতে পারবেন।


১) ছবিটি সিলেক্ট করুন, ২) সাইজ সেটিংস করুন, ৩) স্টার্ট বাটনে ক্লিক করুন।
হা হা হা, ১,২,৩ এর মতোই সহজ। যা চিন্তাও করতে পারবেন না ডাউনলোড না করলে । আর জানেনই তো আমার দেওয়া সফ্টওয়্যার মানে ইনষ্টল করার কোন ঝামেলা নাই। যাষ্ট ডাউনলোড এন্ড কাজ শুরু। তাহলে আর দেরী কেন ?? নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংক >>  http://www.mediafire.com/?8a8eq6wos6xk1al

মোবাইলকে পরিণত করুন শিক্ষার অন্যতম মাধ্যম

যেসব কারণে আপনি মোবাইলে বই পড়েন নাইঃ

১)-কারন আমারা ইন্টারনেট থেকে যেই বই গুলো পাই সেগুলো ইংলিশ , বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য ।
২)-অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে কিন্তু সমস্যা হল সেগুলো ইউনিকোড টেক্সট ফরম্যাটে নাà  স্ক্যান করা
৩)-অথবা বিজয়  টেক্সটে লেখা যা মোবাইল মোটেও পরা সম্ভব না।
৪)-আর অন্য যেগুলো  পড়া যায় সেগুলো আবার ডানে বামে করতে করতে বিরক্ত হয়ে আর পড়ার আগ্রহ থাকে না।

আর এই জন্য আমি মোবাইল ভার্শনে আনেক গুলো প্রয়োজনীয়  সব  বাংলা ই-বুক আপনাদের জন্য তৈরি করেছি …… যা দেখতে অবিকল বই-এর মতোই, কিন্তু কাগজের বদলে থকবে আপনার মোবাইল স্ক্রীন।

যেসব কারণে আপনি মোবাইলে এই বই গুলো পড়বেনঃ

ইউনিকোড বাংলা টেক্সটে……যা সব মোবাইল রিড়ারে দেখা যাবে,
আর সবচেয়ে বড় সুবিধা হল এই বই গুলো  মোবাইল  স্ক্রীন সাইজে………!
তাই ডানে বামে করা লাগবে না…!
আর মেমোরি সাইজ ও কম তাই হ্যাং করবে না…।
অনেক আজাইরা কথা হল … এবার আসল কথায় আসি… যাদের মোবাইল দিয়ে পডালেখা করার ইচ্ছা আছে তারা:–



 প্রথমে নিচের সফটওয়্যার গুলো মোবাইল এর ভার্শন আনুযায়ি ডাউনলোড করে নিন…- 

Note:যে সকল মোবাইল সেটে আগে থেকে অ্যাডোব (Adobe Reader) রিডার আছে তারা নতুন করে ইন্সটল করে ঝামেলা করার দরকার নাই  তবে আপডেট করতে চাইলে তা অন্য কথা………

নোকিয়া স্যম্বিয়ান সিরিজ ৬০ ভার্সন ২ (s60v2) এর জন্য বই/ ই-বুক রিড়ার

s60v2.zip
Download link:
http://www.mediafire.com/?23qi8bsxoas5330

নোকিয়া স্যম্বিয়ান সিরিজ ৬০ ভার্সন 3 এবং ৫( s60v3 & s60v5) এর জন্য বই/ ই-বুক রিড়ার:-

নিচের সফটওয়্যার গুলো ইন্সটল করার জন্য আপনার মোবাইল টি হ্যাক করা থাকতে হবে যদি না থাকে তাহলে নিচের পদ্দ্বতি অনুসরন করুন…………।।

মোবাইল হ্যাক (যদি আপনার সেট Certificate error দেখায়)

নিচের easy hacking kit সফটওয়্যারটি ইন্সটল করে হ্যাক করুন কোন ঝামেলা ছাড়া…।
=> easy hacking kit.zip ফাইল টি ওপেন করে how to hack.txt থেকে আপনার SYMBIAN DEVICE LIST দেখে নিন ।
সফটওয়্যারটা মেমোরি কার্ডে ইন্সটল করতে হবে …
* 1. Binpda Security Manager
* 2. Installserver (সেটের ভার্সন আনুযায়ী-9.1 অথবা 9.2)
* 3. Capsoff driver (সেটের ভার্সন আনুযায়ী-9.1 অথবা 9.2)
উপরের দেওয়া তিনটি অপশনে শুধু  ক্রস চিহ্ন থকবে আর বাকি সব ক্রস তুলে দিতে হবে (ওই উপরের তিনটি অপশন শুধু সিলেক্ট থাকবে) এরপর মেমোরি কাডে ইন্সটল করুণ আপনার অ্যাপ্লিকেশান এ SecMan নামে একটি সফটওয়্যার ইন্সটল হবে …। সফটওয়্যার টি ওপেন করুণ যে লেখা আসুক না কেন ok প্রেস করুন । কিছুক্ষণ পর আপনার মোবাইল রিস্টাট নিবে ……। এরপর আশা করি কাজ হবে…।। কাজ না হলে আপনার সেট সম্ভবত ফ্ল্যাশ দেওয়া হয়েছে
Easy hacking kit.zip
Download link: http://www.mediafire.com/?8sf7lf9u8lp7kxh

যদি আপনার মোবাইল হ্যাকিং কায্রক্রম  সর্ম্পূন হয় তাহলে নিচের ফোল্ডার থেকে Adobe 2.5 software ইন্সটল করুন
s60v3 & s60v5.zip
Download link: http://www.mediafire.com/?jbu252x1w6xjy4l

আর আপনি যদি কোন ঝামিলা করতে না চান বা হ্যাকিং কাজ না করলে নিচের সাইন (Signed) সফটওয়্যার ইন্সটল করতে পারেন………
Pdf+Reader Standard_Nokia S60v5 & s60v3 Signed .sis
Download link: http://www.mediafire.com/?m7530b80bcx5z8u

অ্যাডোব(Adobe e-book) রিড়ারে বই গুলো যেভাবে দেখবেন

         
                

পিডিএফ (PDF)  পড়ার জন্য zoom–> সিলেক্ট করে Fit width অপশন এ ক্লিক করুন …
তারপর আবার অপশন ক্লিক করে Accept ক্লিক করুন…


Pdf+ রিড়ারে বই গুলো যেভাবে দেখবেন
           








এন্ড্রোয়েড মোবাইল এর জন্য নীচের সফটওয়্যারটি ইন্সটল করুনঃ  

Adobe Reader 10.2 for Android  
Download link:http://www.mediafire.com/?61a1aq2vatq75sk


জাভা (s40v1,2,3) সেটের জন্যঃ
(কিছু কিছু বাংলা কিবোর্ডের সেট গুলোতে কাজ করে, বাকী গুলোর কথা বলতে পারি না)

For java.zip
Download link: http://www.mediafire.com/?2rdrhg28137w3tn

আর যদি মোবাইল এ ইন্টারনেট থাকে তাহলে অনলাইনেও পড়তে পারবেন

ডকুমেন্ট(ওয়ার্ড বা পিডিএফ) ভিউয়ারঃ
http://view.samurajdata.se/
অনলাইন  সব ধরনের ডকুমেন্ট কনভার্টারঃ
http://www.online-convert.com/
পিডিএফ আনলকঃ
http://www.ensode.net/pdf-crack.jsf

আপনার মোবাইল এ কম্পিউটার এর মত ফাইল ব্রাউজার ও জিপ ফাইল খোলার জন্য নিচের ফাইল গুলো ডাউনলোড করুন

স্যম্বিয়ান মোবাইল এর জন্যঃ- X-Plore.1.52-Signed (s60v3 & s60v5).sisx
Download link: http://www.mediafire.com/?zsccesoijg8nm72
জাভা বা সিরিজ 40মোবাইল এর জন্যঃ- Java File browser BlueFTP.jar(এটা দিয়ে অন্য যে কোন মোবাইল থেকে ব্লথুথ দিয়ে ফাইল কপি – পেস্ট করা যায়)
Download link:http://www.mediafire.com/?af2hkffu32jz3rr


এখন নিচের লিঙ্ক থেকে আপনার প্রয়োজনীয় সব মোবাইল ভার্সন বই ডাউনলোড করে পড়া শুরু করে দিনঃ-

যাচাই করার জন্য নিচের যে কোন একটি বই ডাউনলোড করুন
Let’s Learn English Languages for Mobile.pdf (দ্রুত ইংলিশ কথা বলা শিখার জন্য)
Download link: http://www.mediafire.com/?hlvucybp7pjyy28
funny Knowledge.pdf
Download link: http://www.mediafire.com/?x4815bq3yg34d4c
Medical Science.pdf
Download link: http://www.mediafire.com/?8kh3y89o6avocv9
Science.pdf
Download link: http://www.mediafire.com/?o4dooy7ar6ew6rr
Xclusive General Knowledge Bangladesh.pdf
Download link: http://www.mediafire.com/?276l3rymei8mo48
Brief Knowledge Of The World(G.K.International).pdf
Download link: http://www.mediafire.com/?zfufma14aagif1a
Biology.pdf
Download link: http://www.mediafire.com/?a511ammmt6uacwl

ভাল লাগলে নিচের এই ৫০টি মোবাইল ভার্শন বইগুলো (যা জিপ করা আছে) ডাউনলোড করুনঃ

Bangla Literature.zip
Download link: http://www.mediafire.com/?k5yky5kazy0jifk
Bangla literature_with category.zip
Download link: http://www.mediafire.com/?e56fbsplnen0o6o
Bangladesh study.zip
Download link: http://www.mediafire.com/?ub0x398rs74qdb0
Bangladesh.zip
Download link: http://www.mediafire.com/?u4hn29t42xms12y
chemistry.zip
Download link: http://www.mediafire.com/?fpc0joxrsa37r1e
English Xclusive.zip
Download link: http://www.mediafire.com/?aj98vivg49p8ilh
Science.zip
Download link: http://www.mediafire.com/?8sqo4zfd3j1rxt1
International Affairs.zip
Download link: http://www.mediafire.com/?buwdp310o1uefqv
Xclusive.zip
Download link: http://www.mediafire.com/?i1ewh8c871w3y3o

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.