Pages

Sunday, November 4, 2012

১ মিনিটে Samsung Galaxy মোবাইল আনলক(কোন সফটওয়ার ছাড়াই)…পানির চেয়ে সহজ!!

Samsung galaxy ফোনে দুই ধরনের লক থাকে তা হলঃ কোড লক এবং পেটার্ন লক। আপনি যদি আনলক কোড বা পেটার্ন ভুলে গিয়ে থাকেন তবে নিচের পদ্ধতি অনুসরন করে আনপার মোবাইলটি আনলক করুন-
mmm ১ মিনিটে Samsung Galaxy মোবাইল আনলক(কোন সফটওয়ার ছাড়াই)...পানির চেয়ে সহজ!!
# প্রথমে মোবাইলটি অফ করুন।
# এবার মোবাইলের মেনু(এন্টার) বাটন+ভলিউম আপ বাটনে চেপে ধরে সেটটি অন করুন। তাহলে নিচের ছবির মত মেনু আসবেঃ
 # এখন Volume+ এবং Volume- বাটনের মাধ্যমে wipe data/factory reset সিলেক্ট করুন।
# মেনু বাটন বা এন্টার চাপুন। আবার এন্টার চাপুন।
ব্যস, আপনার ফোনটা নতুনের মত ঝকঝকে হয়ে গেল তাইনা?
গুরুত্বপূর্ণঃ এ প্রক্রিয়ায় আপনার ফোনের সব ডাটা(sms, contact etc) মুছে যাবে তা আগেই জানাইয়া দিলাম, পরে কান্নাকাটি করলে আমি দায়ী নই।আরেকটি কথা, অনেক Galaxy ফোনে হয়ত Volume+ এর বদলে Volume- বা Lock বাটন অর্থাৎ মেনু+ভলিউম- অথবা মেনু+লক বাটন চাপতে হতে পারে। তাই সকল ভাবে চেস্টা করুন।

0 comments:

Post a Comment

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.