Pages

Saturday, September 15, 2012

যেকোনো ফরম্যাটে ডাউনলোড করুন ইউটিউবের ভিডিও




আমার সবাই ইন্টারনেটে কম বেশি ইউটিউব ব্যবহার করে থাকি। ইউটিউব ব্যবহার করা কোন সমস্যা না, আসল সমস্যা হল ইউটিউবের ভিডিও গুলো ডাউনলোড করা নিয়ে। ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য আমরা অনেক সফট্ওয়্যার ব্যবহার
করে থাকি। কিন্তু এখন থেকে আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারেন যেকোনো সফটওয়্যার ছাড়া এবং যেকোনো ফরম্যাটে। 
-    যেভাবে ডাউনলোড করতে হবে।
প্রথমে www.deturl.com এ যান।
একটা বক্স দেখতে পাবেন, ঐ বক্সে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার লিঙ্ক এ youtube এর আগে pwn লিখে ডাউনলোড এ ক্লিক করুন।
যেমনঃ http://www.youtube.com/watch?v=QOU2Pg9sEII&feature=g-logo-xit  হলে  
বক্সে লিখুন http://www.pwnyoutube.com/watch?v=QOU2Pg9sEII&feature=g-logo-xit  তারপর ডাউনলোড এ ক্লিক করুন।
-    http:// ছাড়া লিঙ্ক দিলে ভিডিও ডাউনলোড হবে না।
এরপর এই ভিডিও এর অনেক গুলো ফরম্যাট শো করবে। আপনি যে ফরম্যাটে ক্লিক করবেন সেই ফরম্যাটে ভিডিওটি ডাউনলোড হবে।
-    যেমনঃ mp3, mp4, avi, wmv, flv, wma, 3gp and more.........

0 comments:

Post a Comment

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.